আইএসের ভিডিওতে দেখানো রক্ত আসলে ‘কোমল পানীয়’!
আইএসের ভিডিওতে দেখানো রক্ত আসলে কোমল পানীয়! জঙ্গি সংগঠন আইএস নিজেদের সহিংসতার প্রচারণামূলক ভিডিওতে যুদ্ধের নকল ছবি ও ভুয়া রক্ত ব্যবহার করছে বলে দাবি করেছেন দলত্যাগী এক আইএস সদস্য। সাবেক ওই আইএস সদস্যের দাবি, রক্ত হিসেবে মধ্যপ্রাচ্যে প্রচলিত কোমল পানীয় ‘ভিমটো’ ব্যবহার করে দলটির সদস্যরা।
আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) সহযোগী গোষ্ঠী হিদায়ার মিডিয়া থেকে গত বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন দলত্যাগী আইএস সদস্য একটি ভিডিওতে বর্ণনা করেছেন, কীভাবে সংগঠনটির কমান্ডাররা তাঁকে মসজিদে হামলা করার কথা বলেছিলেন। ওই সদস্য জানান, সে সময় তাঁকে ক্যামেরার সামনে লড়াই এবং অভিযান চালানোর অভিনয় করতে হতো। এর মধ্যেই আইএস সদস্যরা মৃত হুথি বিদ্রোহী সাজতেন এবং তাদের গায়ে রক্ত হিসেবে ‘ভিমটো’ ছিটিয়ে দেওয়া হতো। এ ছাড়া বিভিন্ন জঙ্গির হত্যার ভিডিওতেও অভিনয়রত আইএসের সদস্যের গায়ে-গলায় ভিমটো ঢেলে দেওয়া হতো।
সন্দেহভাজন ওই দলত্যাগীর দাবির সত্যতার ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলেও ভিডিওটি নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে। অনলাইনে আইএসকে নিয়ে বিরোধী জিহাদিরা উপহাস শুরু করেছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
ইনডিপেনডেন্টের খবরটি একজন টুইট করেছেন, ‘এখন আমি বুঝতে পারছি, কেন ইয়েমেনের দোকান থেকে ভিমটো হাওয়া হয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, ভিমটো বিভিন্ন ফলের ফ্লেবারযুক্ত এক ধরনের কোমল পানীয়। আরববিশ্বে ভিমটোর প্রচলিত পানীয়টি গাঢ় লাল রঙের।