বান্ধবীকে হত্যায় ৮০ ছুরিকাঘাত
যুক্তরাজ্যের এসেক্সে বান্ধবীকে ৮০ বার ছুরিকাঘাতে হত্যা করেছেন এক তরুণ। শক্তিশালী আঘাতে বেঁকে গেছে ঘাতকের ছুরি। আর এই ঘটনার জন্য দীর্ঘ এক মাস ধরে পাঞ্চব্যাগে (মুষ্টিযুদ্ধ অনুশীলনের বিশেষ থলে) ঘুসি মেরে নিজেকে শক্তিশালী করেছেন ওই তরুণ। পাঞ্চব্যাগটিও ছিল ওই বান্ধবীর উপহার দেওয়া।
ডেইলি মেইল জানিয়েছে, কয়েক মাস আগে এসেক্সের এক ঘোড়ার খামারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারেই কাজ করতেন নিহত লরা ডেভিস (২১)। আর ঘাতক তাঁরই একসময়ের ছেলেবন্ধু জর্ডান টেইলর (২২)। জানা গেছে, গত মাসে বান্ধবীকে হত্যার দায়ে জর্ডানকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। তবে সারা জীবনই পুলিশের নজরদারিতে থাকবেন তিনি।
যুক্তরাজ্যের এসেক্সের বেকার তরুণ জর্ডান টেইলরের আকর্ষণ ছিল মার্শাল আর্টের প্রতি। এ ছাড়া সহিংসতাপূর্ণ ভিডিও গেমে আসক্ত ছিলেন তিনি। রাগ ও বিদ্বেষপূর্ণ আচরণের কারণে গত বছর জুলাইয়ে লরা ও জর্ডানের মধ্যে ছাড়াছাড়ি হয়। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেন জর্ডান, যেখানে তাঁকে পাঞ্চব্যাগ নিয়ে নিবিড় শরীরচর্চায় দেখা যায়। তখনো বোঝা যায়নি এমন শরীরচর্চার উদ্দেশ্য।
সম্প্রতি লরার কর্মস্থল এসেক্সের হর্স অ্যান্ড পনি প্রটেকশন সোসাইটির খামারে হাজির হন জর্ডান। ছয় ইঞ্চি দীর্ঘ ছুরি হাতে লরাকে তাড়া করেন তিনি। সাবেক বান্ধবীকে ৮০ বার আঘাত করেন জর্ডান। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে, ছুরিটি ৪৫ ডিগ্রি কোণে বেঁকে যায়।
লরার মা ডায়ান ল্যাম্বার্ট বলেন, জর্ডানের পোস্ট করা পাঞ্চব্যাগে শরীরচর্চার ভিডিও দেখে তিনি আঁতকে ওঠেন। এমন জোরেই তিনি লরাকে ছুরি মেরেছেন। ওই পাঞ্চব্যাগটি তাঁর মেয়েই উপহার দিয়েছিলেন। এমনকি জর্ডান বেকার হলে সম্পর্ক ভাঙার পরও তাঁকে নিজের ফ্ল্যাটে থাকার অনুমতি দিয়েছিলেন লরা।