সিরিয়ায় ত্রাণসহায়তা বাড়াচ্ছে জাতিসংঘ
সিরিয়ায় বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতির সুযোগে মানবেতরভাবে বসবাসকারী সিরীয়দের জন্য ত্রাণসহায়তা বাড়াচ্ছে জাতিসংঘ। দেশটির যেসব অঞ্চলে লোকজন অবরুদ্ধ হয়ে পড়েছে, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি পালন শুরু হয়েছে। এরই মধ্যে সোমবার থেকে অবরুদ্ধ এলাকায় ত্রাণসামগ্রী বিতরণের কথা রয়েছে। প্রথম দফায় এক লাখ ৫০ হাজার সিরীয়র মধ্যে আগামী পাঁচ দিন ধরে এই ত্রাণ পৌঁছানো হবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। এ ছাড়া মার্চের শেষ নাগাদ ১৭ লাখ সিরীয়কে সাহায্য করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে জাতিসংঘ।
বিবিসি জানায়, গত শনিবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে সরকার ও বিদ্রোহী উভয় পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এদিকে সিরিয়ার শক্তিশালী একটি বিরোধী গ্রুপ জানিয়েছে, পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।