অগ্নিপরীক্ষা নাম‘সুপার টিউসডে’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে লড়ছেন অনেক প্রার্থী। তাঁদের সামনে অপেক্ষা করছে ‘সুপার টিউসডে’ নামক অগ্নিপরীক্ষা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ১১টি অঙ্গরাজ্যের মানুষ একই দিনে আজ ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকে প্রাথী বাছাই করবেন। এতে অনেকটা এগিয়ে যাবে প্রার্থী মনোনয়ন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ম্যাসাচুসেটস থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের আলাস্কা পর্যন্ত বিস্তৃত ১১ অঙ্গরাজ্যের প্রার্থী বাছাই হবে। সুপার টিউসডেতে প্রার্থী বাছাই হবে, অ্যালাবামা, আরক্যানসাস, ম্যাসাচুসেটস, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, আলাস্কা ও মিনেসোটায়। তবে ডেমোক্রেট দলের জন্য বাড়তি হিসেবে থাকছে প্রশান্ত মহাসাগরের দ্বীপাঞ্চল আমেরিকান স্যামোয়া।
জানা গেছে, এখনো পর্যন্ত চারটি অঙ্গরাজ্যের বাছাইয়ে রিপাবলিকান দল থেকে এগিয়ে মার্কিন ধনকুবের ও টেলিভিশন ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেটিক দল থেকে এগিয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন।
বিবিসি জানিয়েছে, নিজ অঙ্গরাজ্য টেক্সাসে সমর্থন পাবেন বলে আশা করেন রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সিনেটর টেড ক্রুজ। অপরদিকে ম্যাসাচুসেটসে বেশ সমর্থন আছে ট্রাম্পের। তবে ১১টি অঙ্গরাজ্যেই ট্রাম্পের দিকে পাল্লা ভারি বলে মনে করেন অনেকেই। তবে সম্প্রতি বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্লান বিষয়ে ট্রাম্পে বিতর্ক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সুপার টিউসডেতে ডেমোক্রেটিক দল থেকে হিলারিই অধিকাংশ অঙ্গরাজ্যে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। তবে বার্নি স্যান্ডার্সও কয়েকটি অঙ্গরাজ্যে জয়ী হওয়ার আশা রাখেন।
চলতি বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মার্কিন জনগণ নির্বাচন করবে বারাক ওবামার উত্তরসূরি। প্রথম কৃষ্ণাঙ্গ এবং একজন ডোমোক্র্যাট হিসেবে টানা দুই মেয়াদেই হোয়াইট হাউজে ছিলেন ওবামা।