কাতারের রাজপথে ঘুরছে বাঘ, সন্ত্রস্ত চারপাশ
ব্যস্ত রাজপথে সারি বেঁধে চলছে গাড়ি। দোহা এক্সপ্রেসওয়ে ধরে অফিস, আদালত, স্কুল-যে যার গন্তব্যে ছুটছে। আর এর মধ্যেই হঠাৎ দেখা গেল রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে জ্বলজ্যান্ত বাঘ। অবিশ্বাস্য এই দৃশ্যে সবারই চোখ ছানাবড়া। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে।
অদ্ভুত এই ঘটনা ঘটেছে কাতারের রাজধানী দোহায়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আবার এই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোমাধ্যমে পোস্ট করেছে। আর নিমেষেই সেই পোস্ট ভাইরাল।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে রাস্তায় সারি বেঁধে গাড়ি দাঁড়িয়ে। আর তার ফাঁকে ছুটে বেড়াচ্ছে একটি বাঘ। ভিডিওতে দেখা গেছে, একটি চলন্ত ট্রাক থেকে রাস্তায় পড়ে গাড়ির ভিড়ে রাস্তা খুঁজছে বাঘটি। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, বাঘটিকে নিরাপদ অবস্থাতেই ধরা হয়েছে।
এদিকে রাস্তায় বাঘের আগমণের পর কাতারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো দেশের বিভিন্ন জায়গায় বাঘ দেখতে পাওয়ার ঘটনাগুলো খতিয়ে দেখবে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই বাঘের মালিক কে তা জানা যায়নি। দোহা টাইমসের বরাতে দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, বাঘসহ অন্যান্য বন্য পশু পোষার অভ্যাস রয়েছে উপসাগরীয় দেশগুলোর ধনীদের। এর আগে গত বছর দোহার রাস্তাতেই একটি সিংহ ও একটি চিতা পাওয়া যায়।সরকারের পক্ষ থেকে ওই চিতার মালিকের পরিচয় জানতে চাওয়া হলেও সেটির পরিচয় মেলেনি আজও।
তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, একের পর এক ঘটে যাওয়া এই ঘটনাগুলোতে আর ছাড় দেওয়া হবে না। গোটা বিষয়টি নিয়ে সরকার বিশেষ নজরদারি চালাচ্ছে। বেআইনিভাবে বাঘ পুষছে এমন পরিবারগুলোকেও চিহ্নিত করার ব্যবস্থা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কাতার সরকার।