ছেলেকে ব্যাটের আঘাত থেকে বাঁচালেন বাবা
ছেলেকে নিয়ে বেসবল খেলা দেখতে গিয়েছেন এক মার্কিনি। বাবা-ছেলে আনন্দময় সময় কাটাবেন এমনটাই ছিল উদ্দেশ্য। তবে এই আনন্দ আরেকটু হলে কাল হতো দুজনের জন্য। কারণ খেলার এক পর্যায়ে ছেলেটির মাথা লক্ষ্য করে ছুটে এসেছিল বেসবল ব্যাট। তবে বাবার দক্ষতায় এ যাত্রায় বেঁচে গেছে তাঁর সন্তান। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানিয়েছে, নবম জন্মদিন উপলক্ষে গত ৫ মার্চ ছেলে ল্যান্ডনকে মেজর লিগের একটি বেসবস খেলা দেখাতে নিয়ে যান ফ্লোরিডার বাসিন্দা শন কানিংহ্যাম। খেলা চলছিল আটলান্টা ব্রেভারস ও পিটসবার্গ পাইরেটসের মধ্যে। খেলার একপর্যায়ে পাইরেটসের খেলোয়াড় অ্যান্ড্রু ম্যাকক্লাচেন সজোরে বেসবল ব্যাট চালান। হাত ফস্কে ওই ব্যাট উড়ে যায় দর্শকদের মধ্যে। জোরে আসা ব্যাটটি সোজা ল্যান্ডনের মাথার দিকে যাচ্ছিল। ওই সময় মোবাইলে মায়ের কাছে ছবি পাঠানোর কাজে মন ছিল ল্যান্ডনের। তবে বিষয়টি লক্ষ্য করে দ্রুত হাত বাড়িয়ে দিয়ে ছেলের মাথা বাঁচান ক্যানিংহ্যাম।
ছেলেকে বাঁচানোর ক্যানিংহ্যামের হাত বাড়িয়ে দেওয়ার ঘটনার কয়েকটি ছবি তোলেন ফটোসাংবাদিক কিস্টোফার হর্নার। পুরো ঘটনার দুটি ছবি তিনি টুইটারে দেন। এরই মধ্যে সাড়ে চার হাজার বার রিটুইট হয়েছে ওই ছবি। আর এতে লাইক পড়েছে চার হাজার ৭০০ বার। এরই মধ্যে ক্যানিংহ্যামকে ‘বীর’ হিসেবে ঘোষণা করেছেন অনেকেই।
৩৭ বছর বয়সী বাবা শন কানিংহ্যাম নিউইয়র্ক টাইমসকে বলেন, বিষয়টি সত্যিই অদ্ভুত। তবে এরজন্য ধন্যবাদ তাঁর প্রাপ্য বলে মনে করেন তিনি। আর ক্যানিংহ্যামের স্ত্রী অ্যাশলি দ্রুত পদক্ষেপ নেওয়া স্বামীকে ধন্যবাদ জানান। এবারের জন্মদিনের উপহার হিসেবে ল্যান্ডন এমন একটি গল্প পেলেন যা বহুদিন বলতে পারবেন।