কেএফসির প্রতিযোগিতায় মাংস খেয়ে একজনের মৃত্যু
বিশ্বে সুপরিচিত ফুডচেইন কেন্টাকি ফ্রাইড চিকেনের (কেএফসি) ইন্দোনেশিয়া শাখার এক প্রতিযোগিতায় মাংস খেয়ে মারা গেছেন একজন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, গত শুক্রবার পশ্চিম জাকার্তার কেএফসির একটি আউটলেটে নির্দিষ্ট সময়ের মধ্যে কে কত মুরগির মাংস খেতে পারে সেই প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতার একজন প্রতিযোগী খেতে খেতেই হঠাৎ মারা যান।
এদিকে এই ঘটনার পর কেএফসির ওই শাখাটি বন্ধ করে দিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, তিনজন প্রতিযোগীর মধ্যে ওই ব্যক্তিও ছিলেন। দ্রুত খাওয়ার সময় হঠাৎ গলায় মাংস আটকে যায় তাঁর। এরপর অল্প একটু পানি খান তিনি। আর তার পরই সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
এদিকে এই মৃত্যুর পর কেএফসি এর দায় স্বীকার করেনি। তবে পুলিশ বলেছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানকে।