তুরস্কে গাড়িবোমায় নিহত ৩২, আহত ৭৫
তুরস্কের রাজধানী আংকারায় একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন।
স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তুরস্কের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে এ হামলা হয়। হামলার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে। তুরস্কের প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে এ নিয়ে এক মাসে দুবার একই ধরনের হামলা হলো।
হামলার পর আংকারা গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিজিলাইয়ের গুভেন পার্ক এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে আমাদের ২৭ নাগরিক নিহত হয়েছেন এবং ৭৫ জনের মতো আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।’
গভর্নর কার্যালয়ের ওই বিবৃতির পর দুই নিরাপত্তা কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা বেড়ে ৩২ জন হয়েছে।
হামলার বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা যাচ্ছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অথবা তাদের সঙ্গে যুক্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে। তবে হামলার দায় স্বীকার করেনি কেউই।
অন্য এক কর্মকর্তা বলেন, বোমা বিস্ফোরণের পর গুলির আওয়াজ পাওয়া গেছে।