ভারতে ধর্ষণের শিকার মার্কিন নাগরিক
ভারতের হরিয়ানা রাজ্যের গুড়গাঁওয়ে একটি অতিথিকক্ষে ধর্ষণের শিকার হয়েছে এক মার্কিন কিশোরী। গত ১৬ মার্চ, সোমবার এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় ডেভিড নামের আফ্রিকার এক নাগরিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ডেভিড কিশোরীটির ফেসবুক বন্ধু ছিল বলে জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে দ্য হিন্দুর খবরে বলা হয়, কয়েক মাস আগে ফেসবুকে ডেভিডের সঙ্গে বন্ধুত্ব হয় ১৬ বছর বয়সী ওই কিশোরীর। এর পর বিভিন্ন অনুষ্ঠানে তাদের বেশ কয়েকবার দেখা হয়। ১৬ মার্চ ডেভিড ওই কিশোরীকে গুড়গাঁওয়ের বালাজি অতিথিকক্ষে নিয়ে ধর্ষণ করে।
গুড়গাঁও পুলিশের মুখপাত্র রাজেশ চেচি বলেন, ১৭ মার্চ আহত অবস্থায় অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ওই কিশোরীকে ভর্তি করে তার মা। তিনি বলেন, এআইআইএমএসের চিকিৎসা প্রতিবেদন থেকে কিশোরীটি ধর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ডেভিডকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।