জম্মুর থানায় সন্ত্রাসী হামলা, নিহত ৩
ভারত নিয়ন্ত্রিত জম্মুর কাঠুয়া জেলার একটি থানায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য ও বেসামরিক এক নাগরিক নিহত হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, ভোরে সামরিক পোশাকে তিনজন লোক কাঠুয়ার রাজবাগ থানায় ঢুকে গুলি করতে থাকে। তারা সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ফিদাইন বা আত্মঘাতী বোমা হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পিপল’স ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) যৌথ সরকার ক্ষমতায় আসার পর আজকেরটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ চলছিল।
একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে আরো বলা হয়, হামলাকারী অনুপ্রবেশকারী হতে পারে। তারা গতকাল বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে। হামলাস্থল আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে হওয়ায় এ সন্দেহ করা হচ্ছে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জাতীয় মহাসড়ক-১-এ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজ্য পুলিশের মহাপরিচালক ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।