বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণ, চালক নিহত
জার্মানির বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা বার্লিন পুলিশের একটি ছবিতে দেখা যায়, রাস্তায় ভক্সওয়াগন কোম্পানির একটি গাড়ি পড়ে আছে। আর বিস্ফোরণে গাড়িটির জানালা ও সামনের অংশ উড়ে গেছে।
বার্লিন পুলিশের এক টুইট বার্তার বরাত দিয়ে বিবিসি জানায়, গাড়িতে আগে থেকে রাখা বোমা বিস্ফোরণেই গাড়িটি বিস্ফোরিত হয়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন।পুলিশের ধারণা গাড়িটির ওপর বা ভেতরে একটি বিস্ফোরক ছিল।
এদিকে জার্মানির নিরাপত্তা বাহিনীর মুখপাত্র এবং বার্লিন পুলিশের উপ-প্রধান মুখপাত্র কারস্টেন মুয়েলার রয়টার্সকে, পশ্চিমাঞ্চলের চারলোট্টেনবার্গ জেলায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই বিস্ফোরণ ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।