ঘোড়ার গায়ে কমপ্লিট স্যুট
পোষা প্রাণীর গায়ে পোশাক পরানো নতুন কিছু নয়। শীতের সময় আমাদের দেশেও গরু ও ছাগলের গায়ে কাপড় জড়ানো হয়। পশ্চিমাদেশে পোষা বিড়ালকেও পোশাক পরানোর প্রচলন আছে। তবে যুক্তরাজ্যের রেসের ঘোড়া মোরস্টিড সবাইকে হার মানিয়েছে। এই ঘোড়াকে পরানো হয়েছে কমপ্লিট স্যুট।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, ঘোড়দৌড় বিষয়ক মেলা চেলটেহ্যাম ফেস্টিভালের প্রাক্কালে রেসের ঘোড়া মোরস্টিডকে স্যুট পরানো হয়। আর একই রকম পোশাকে তার সঙ্গে যোগ দেয় সাবেক তারকা জকি স্যার অ্যানথনি ম্যাকয়।
জানা গেছে, হ্যারিস টুইড নামক পোশাক তৈরির প্রতিষ্ঠান মোরস্টিডের স্যুটের মতো তিনটি পোশাক তৈরি করেছে। এক একটি পোশাক তৈরি করতে স্বাভাবিক মানুষের তিনটি স্যুটের সমান কাপড় প্রয়োজন হয়েছে। আর এর দাম ৩০০ পাউন্ড।
ছবিতে দেখা যায়, মোরস্টিডের চারপায়ের প্যান্টের মতো করে কাপড় জড়িয়ে দেওয়া হয়েছে। মাথায় দেওয়া হয়েছে ফ্লাট ক্যাপ। এমনকি গলায় টাইও পরানো হয়।
জানা গেছে, কমপ্লিট স্যুট পরিহিত পোশাকে মোরস্টিডের সঙ্গে ছবি তোলেন স্যার অ্যানথনি ম্যাকয়। একই পোশাকে ম্যাকয় ও মোরস্টিডের ছবি স্থান পেয়েছে ব্রিটিশ টাবলয়েড মিররের কাভার পেজে।