অভিবাসন সংকট নিরসনে ইউরোপ-তুরস্ক চুক্তি কার্যকর
ইউরোপে অভিবাসন সংকট দূর করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। আজ রোববার দিনের শুরু থেকে এই চুক্তি কার্যকর করা হয়। চুক্তির বাস্তবায়নের ফলে এখন থেকে অবৈধভাবে গ্রিসে আসা অভিবাসনপ্রত্যাশীদের তুরস্কে ফেরত পাঠানো হবে।
বিবিসি জানিয়েছে, ইউরোপ ও তুরস্কের মধ্যে অভিবাসন চুক্তি অনুযায়ী, যথাযথভাবে আশ্রয়ের আবেদন না করা এবং আবেদন করে ব্যর্থ হওয়া অভিবাসনপ্রত্যাশীরা অবৈধ বলে বিবেচিত হবেন। এই অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের গ্রিস থেকে তুরস্কে পাঠানো হবে। আর এই মুহূর্তে তুরস্কে থাকা অভিবাসীদের তুরস্কেই বসবাসের সুযোগ দেওয়া হবে। এই চুক্তির মাধ্যমে ইইউ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা পাবে তুরস্ক।
ইইউ-তুরস্ক চুক্তি অভিবাসন সংকট কতটা নিরসন করবে তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। আর যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে অভিবাসন সংকট পাশ কাটিয়ে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। আর অভিবাসনপ্রত্যাশীদের কীভাবে গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানো হবে তা নিয়েও প্রশ্ন আছে।
জানা গেছে, চুক্তির বাস্তবায়নে এরই মধ্যে দুই হাজার ৩০০ অভিবাসন বিশেষজ্ঞ কর্মকর্তা, দোভাষী গ্রিসে যাওয়ার কথা। তবে গ্রিস জানিয়েছে, কোনো কর্মকর্তা এখনো তুরস্কে পৌঁছায়নি, তাই চুক্তির সবকিছুই এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। গ্রিসের অভিবাসনবিষয়ক কর্মকর্তা জর্জিয়স কাইরিটসিস বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব। ইইউ-তুরস্ক চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার দেড় হাজার মানুষ সাগরপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছে। কয়েক মাস পূর্বেও এই অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কয়েক শর মধ্যে সীমাবন্ধ ছিল। আশা করা হচ্ছে, চুক্তি বাস্তবায়ন হলে ঝুঁকিপূর্ণ সাগরপথ দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে যাওয়ার হার কমবে।