ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলা, নিহত ৩১
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে তিনটি বোমা হামলা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে জাভেনতেম বিমানবন্দরের বহির্গমন বিভাগে দুটি বিস্ফোরণ ঘটে। ঘণ্টাখানেক পরই ব্রাসেলসের মায়লবেক মেট্রো স্টেশনে বোমা হামলা হয়। তিনটি বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
বিবিসি জানিয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৭টায় যাভেনতেম বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় ১১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছে। এর ঘণ্টাখানেক পর ব্রাসেলসের মায়লবেক স্টেশনে বোমা বিস্ফোরিত হয়। শহরের পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় ২০ জন নিহত এবং আহত হয়েছেন অনেকে।
দুটি স্থানে হামলার পর বেলজিয়ামজুড়ে সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী সালেহ আবদেসসালাম ব্রাসেলসে গ্রেপ্তার হওয়ার মাত্র চারদিনের মাথায় বিস্ফোরণের ঘটনা ঘটল।
এর আগে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিমানবন্দরে একটি মার্কিন বিমান সংস্থার বিমানের কাছে বিস্ফোরণ ঘটে। আর বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যম হেত লাতসি নিউস জানিয়েছে, বিমানবন্দরে একাধিক বোমা পাওয়া গেছে।
রয়টার্স জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে নিরাপত্তার জন্য ডাচ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।