মুসলমান সাংবাদিক নিয়ে সু চির ক্ষোভ
বিবিসির এক মুসলমান সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। রেডিও সাক্ষাৎকারে বারবার মিয়ানমারের মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে প্রশ্ন করেন নারী সাংবাদিক মিশাল হুসাইন। এই পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকারের বাইরে ক্ষোভ প্রকাশ করেন সু চি।
জানা গেছে, বিবিসির ‘টুডে শো’তে সু চির সাক্ষাৎকার নেন মিশাল হুসাইন। সাক্ষাৎকার চলাকালে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন নিয়ে সুচিকে বারবার প্রশ্ন করেন মিশাল। একপর্যায়ে শান্তশিষ্ট বলে পরিচিত সু চি তাঁর নিয়ন্ত্রণ হারান। তাঁকে বিড় বিড় করে বলতে দেখা যায়, একজন মুসলমান সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নেবেন বিষয়টি তাঁকে আগে জানায়নি কেউ।
ডেইলি মেইল জানিয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধরা হামলা চালায়। নির্যাতনে নীরব থেকেছেন সু চি। অনেক প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর অনেক ভক্তই এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। অনেক বিশেষজ্ঞের মতে, মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যেই সংখ্যালঘু রোহিঙ্গাবিরোধী মনোভাব আছে। রোহিঙ্গা নিয়ে মন্তব্য করে বৌদ্ধদের অপছন্দের তালিকায় যেতে চাননি সু চি।
বিবিসির সাক্ষাৎকারে মিয়ানমারের মুসলমানদের ওপর বৌদ্ধদের নির্যাতন এবং মুসলমানদের দেশ ত্যাগ বিষয়ে প্রশ্ন করা হলে সু চি বলেন, বিভিন্ন কারণে অনেক বৌদ্ধও দেশ ছেড়ে চলে গেছে। সামরিক শাসনামলে মিয়ানমারের সব মানুষই দুঃখকষ্টে ছিল।
ডেইলি মেইল জানিয়েছে, মিয়ানমারের মাত্র ৪ শতাংশ মানুষ রোহিঙ্গা মুসলমান। এদের মিয়ানমারের নাগরিকত্ব থেকেও বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারের রাজনীতিতে অংশ নেওয়ারও কোনো অধিকার নেই।
বিবিসির রেডিও ফোরের প্রথম মুসলমান উপস্থাপিকা মিশাল হুসাইন (৪৩)। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক তিন সন্তানের মা। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়াশোনা করেছেন।