শেকসপিয়রের খুলি চুরি!
সমাধি থেকে উধাও হয়ে গেছে বিখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়রের খুলি। স্ট্র্যাটফোর্ডে ট্রিনিটি চার্চে বিখ্যাত এই নাট্যকারের সমাধি স্ক্যান করে গত বুধবার গবেষকরা বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শেকসপিয়রের খুলিটি চুরি হয়ে গেছে।
গত দুই সপ্তাহ ধরে একটি বিশেষ গবেষণার কাজে উইলিয়াম শেকসপিয়রের সমাধি স্ক্যান করা হচ্ছিল। এই স্ক্যানে মাটি ভেদ করে ছবি তুলতে সক্ষম এমন রাডার ব্যবহার করেছিলেন গবেষকরা। আর ওই পরীক্ষায় এই অবাক করা তথ্য উঠে আসে। বুধবার গবেষকরা জানান, শেকসপিয়রের মাথার নিচের অংশে একটা অদ্ভুত গঠন দেখা গিয়েছে, যেন কিছু একটা নেই।
এ বিষয়ে প্রধান গবেষক কেভিন কোলস গার্ডিয়ানকে বলেন, অষ্টাদশ শতকেই সমাধির পাথর চুরি করার সময় চোরেরা খুলিটি নিয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি নিশ্চিত করে বলেছেন, ট্রিনিটি চার্চে শেকসপিয়রের সমাধিতে যে খুলিটি নেই, এই বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত।
কিন্তু ট্রিনিটি চার্চের পুরোহিত প্যাট্রিক টেলর বলেন, খুলিটি যে চুরি হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে সমাধিটি নষ্ট করে এখন আর খুলি খোঁজার কোনো পরিকল্পনাই চার্চের নেই বলেও জানান তিনি।