ফটোশপে বিশ্বভ্রমণ !
কেবল ফটোশপ করেই বিশ্বভ্রমণ করে ফেলেছেন কেনিয়ার এক নারী। অন্যদের ছুটি কাটানোর ছবি ফটোশপ সফটওয়্যার দিয়ে সম্পাদনা করে সেখানে নিজের ছবি বসিয়ে তার ফেসবুক পাতায় পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন।
সেভেলিন গ্যাট নামে কেনিয়ার ওই নারীকে নিয়ে এটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। বিবিসির কাছে ওই নারী বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার খুব ইচ্ছে তাঁর। কিন্তু সামর্থ্য নেই বলে ছবি সম্পাদনার মাধ্যমে তিনি শখ পূরণ করার চেষ্টা করেছেন।
এশিয়া সফরে যেতে না পারলেও নামের এই নারী সম্পাদনার মাধ্যমে কিছু ছবি বানিয়েছেন যেখানে দেখা যাচ্ছে- তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চীনের মহাপ্রাচীরের উপর এবং তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের পাশে দাঁড়িয়ে আছেন।
বলাই বাহুল্য, ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এসব ছবিতে লাইক পড়েছে হাজার হাজার।
এসব ছবি দেখার পর এই নারীর শখ পূরণে এগিয়ে এসেছেন নাইরোবির এক ব্যবসায়ী স্যাম গিচুরু। সেভেলিন গ্যাট যাতে ছুটি কাটাতে বিভিন্ন দেশে যেতে পারেন সেজন্যে এই ব্যবসায়ী তার জন্যে প্রচুর অর্থও সংগ্রহ করেছেন।