ঐতিহ্যের শহর পালমিরা পুনরুদ্ধার করেছে সিরীয় বাহিনী
রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী ঐতিহ্যের শহর পালমিরার অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে দেশটির সরকারি টিভি। এ বিষয়ে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে জানায়, গত ২৪ ঘণ্টায় সিরীয় বাহিনী অন্তত ৪০টি হামলা চালিয়েছে।
একটি পর্যবেক্ষক দল জানায়, পালমিরা অভিযানের সময় তুমুল সংঘর্ষ হয়েছে সরকারি বাহিনী ও আইএসের মধ্যে। ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের শহর পালমিরা গত বছর মে মাসে দখল করে নেয় আইএস। দখলের পর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ধ্বংস করলে সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। ধ্বংসের মধ্যে রয়েছে দুই হাজার বছর আগের মন্দির, একটি তোরণ ও সমাধিস্তম্ভ।
পালমিরা শহরটি কৌশলগত দিক থেকে আইএস ও আসাদ বাহিনী উভয়ের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। রাজধানী দামেস্কের সঙ্গে দিয়ের আল-জোর শহরের সংযোগ মহাসড়কটি এ অঞ্চলে রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, পালমিরা পুনরুদ্ধার আসাদ বাহিনীর জন্য একটি বড় ধরনের অর্জন।