ওবামার কথায় ‘হৃদযন্ত্র আক্রান্তের ঝুঁকি’ আছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবা সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। কিউবা যুক্তরাষ্ট্র থেকে কিছু প্রত্যাশা করে না বলে তিনি মনে করেন।
বারাক ওবামা দুদিনের সফরে ২১ মার্চ কিউবা যান। এটি ছিল ১৯৫৯ সালের পর কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম কিউবা সফর।
স্থানীয় সময় সোমবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ওবামার সফর নিয়ে কিউবায় আলোচনা-সমালোচনা চলছে। এ সফরের মূল্যায়ন নিয়ে ফিদেল কাস্ত্রোর লেখা ‘ব্রাদার ওবামা’ শিরোনামের একটি কলাম সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রামার একটি পাতাজুড়ে। সেখানে তিনি ওবামার সফরকে প্রত্যাখ্যান করেছেন।
যুক্তরাষ্ট্রের বিষয়ে ফিদেল কাস্ত্রো তাঁর কলামে ব্যাপক সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘সাম্রাজ্যটি থেকে আমাদের কিছু প্রয়োজন নেই।’
অসুস্থতাজনিত কারণে ২০০৮ সালে ফিদেল কাস্ত্রো তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও ৮৯ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর এখনো কিউবায় দারুণ প্রভাব রয়েছে।
কিউবা সফরের সময় বেশ উৎফুল্ল মনে হয় ওবামাকে। তিনি রাষ্ট্রীয় ভোজ ও বেসবল খেলায় অংশ নেন। সফরের সময় তিনি ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেননি।
যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্র ও কিউবা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে কাটিয়েছে বলে দাবি করেন ওবামা। তার এ ধরনের কথায় সাধারণ কিউবানরা অবশ্য প্রশংসা করেন।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ওবামা বলেন, ‘এখন সময় এসেছে ভবিষ্যতের আশা নিয়ে আমাদের একসঙ্গে আরো এগোতে হবে।’
‘এটা সময় নয়, আরো বিপত্তি থাকবে। এর জন্য সময় লাগবে। আমরা বন্ধু, প্রতিবেশী কিংবা পরিবারের মতো করে একসঙ্গে এই যাত্রা করব।’
কিন্তু ওবামার এই আহ্বানে অতীত ভুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই ফিদেল কাস্ত্রোর।
ওবামার ভাষণে ‘হৃদযন্ত্র আক্রান্তের ঝুঁকি’ আছে বলে ফিদেল কাস্ত্রো তাঁর কলামে মন্তব্য করেছেন। তিনি কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা কর্মের তালিকা তুলে ধরেছেন তাঁর কলামে।