যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে নিয়োগ পেল বিড়াল!
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি বিড়ালকে নিয়োগ দেওয়া হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনস্টারে অবস্থিত বিখ্যাত পররাষ্ট্র ভবনে স্থান হয়েছে এর। এখন থেকে দেশটির গুরুত্বপূর্ণ কূটনীতিক ও মন্ত্রীদের সঙ্গে একই কার্যালয়ে থাকবে এই বিড়াল।
এনডিটিভি জানিয়েছে, প্রায় ২০০ বছর আগের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নাম অনুযায়ী বিড়ালটি নাম রাখা হয়েছে পালমারস্টোন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের নিয়োগপ্রাপ্ত এই বিড়ালের কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দপ্তরের ভবন থেকে ইঁদুর ধরে সেখানকার গুরুত্বপূর্ণ কাগজপত্রের সুরক্ষা দেবে এই বিড়াল।
পররাষ্ট্র দ্প্তরের এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কূটনৈতিক দপ্তরে নতুন নিয়োগ পেয়েছে পালমারস্টোন, যে প্রধান ইঁদুর নিয়ন্ত্রণ হিসেবে কাজ করবে। এখন থেকে বিড়ালটি কিং চার্লস স্ট্রিটের পররাষ্ট্র দপ্তর ভবনের ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করবে।
বিবৃতিতে আরো বলা হয়, ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে পালমারস্টোনকে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পালমারস্টোনের নতুন আবাস পরিদর্শন করেছে।
পররাষ্ট্র দপ্তর থেকে মজা করে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তের জন্য জনগণকে কোনো বাড়তি কর দিতে হবে না।
ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস জানায়, পালমারস্টোন লন্ডনের রাস্তায় উদ্দেশ্যবিহীনভাবে ঘুরছিল। ওই সময় এর শারীরিক অবস্থা ছিল করুণ। আর এর শরীরে কোনো মাইক্রোচিপ না থাকায় আগের মালিক সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। প্রতিষ্ঠানটি আরো জানায়, মানুষের সঙ্গে থাকা এবং আদর নেওয়া পছন্দ করে পালমারস্টোন।
যুক্তরাজ্যের সরকারি কার্যালয়ে বিড়াল নিয়োগের ঘটনা নতুন নয়। দেশটির অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবনেই বিড়ালের দেখা মেলে। পাঁচ বছর আগেই প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিয়োগ পেয়েছে ল্যারি নামের একটি বিড়াল। এমনকি বিড়ালটি অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও আছে, যেখানে অনুসারীর সংখ্যা ৪৭ হাজার ৯১৫!