যুক্তরাজ্যে বিমান-ড্রোন সংঘর্ষ
যুক্তরাজ্যে যাত্রীবাহী বিমান ও ড্রোনের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে এ দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে নামার ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিমান ও যাত্রীদের কোনো ক্ষতি না হলেও ড্রোনের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।
লন্ডন শহরের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড্রোনের সঙ্গে সংঘর্ষের পরও ব্রিটিশ এয়ারওয়েজের এয়ারবাস-এ৩২০ বিমানটি বড় কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে অবতরণ করতে পেরেছে। জেনেভা থেকে ফেরা বিমানটিতে ১৩২ যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
অবতরণের পর বিমানের পাইলট কর্তৃপক্ষকে বলেন, ড্রোন বা এমন কোনো উড়ন্ত ছোট যান বিমানের সামনের অংশে ধাক্কা খেয়েছে। বিমানবন্দরে নামার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। আর যুক্তরাজ্যে এমন ঘটনা এই প্রথম।
জানা গেছে, এরই মধ্যে হিথ্রো বিমানবন্দরের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, ঘটনার শিকার বিমানটি পরীক্ষা করেছেন প্রকৌশলীরা। বিমানটির বড় কোনো ক্ষতি হয়নি এবং পরবর্তী ফ্লাইটের জন্য এটি প্রস্তুত বলে জানিয়েছেন তাঁরা।
যুক্তরাজ্যের বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, বিমানবন্দরের কাছে ড্রোন চালানোর মতো ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। এমন ঘটনায় বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ড হতে পারে।
যুক্তরাজ্যের পাইলটদের সংগঠন বিএএলপিএর কর্মকর্তা স্টিভ ল্যান্ডেলস বলেন, বিমানবন্দরের কাছে ড্রোন চালানো বন্ধ করতে বর্তমানে থাকা আইনেরই কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।