মানবাধিকার মামলায় জয় পেলেন নরওয়ের সেই গণহত্যাকারী
নরওয়ের গণহত্যাকারী অ্যান্ডারস বেরিং ব্রেভিক তাঁর রাষ্ট্রের বিরুদ্ধে মানবাধিকার মামলায় জয় পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, কারাগারে বেরিংকে অমানবিক পরিবেশে রাখার বিরুদ্ধে ব্রেভিকের আবেদন আদালত বিবেচনায় নিয়ে এ আদেশ দেন।
ব্রেভিকের আইনজীবী ওয়েস্টাইন স্টরভিক নির্জন কারাকক্ষে রাখার বিষয়টি বাতিল চেয়ে আবেদন করেন।
২০১১ সালে জুলাইয়ে উগ্র ডানপন্থী ব্রেভিং একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ব্রাশফায়ার করে ৬৯ নিরীহ মানুষকে হত্যা করেন। এর আগের দিন তিনি রাজধানী ওসলোতে গাড়িবোমা হামলা চালিয়ে আরো আটজনকে হত্যা করেন।
রায়ের সময় নরওয়ের বিচারক হেলেন আন্ডেনায়েস সেকুলিচ বলেন, অমানবিক শাস্তি না দেওয়ার বিষয়টি একটি গণতান্ত্রিক সমাজকে প্রতিফলিত করে। এটা সন্ত্রাসী ও হত্যাকারীদের জন্যও প্রযোজ্য।
নরওয়ের সরকারকে চ্যালেঞ্জ করে ব্রেভিক আবেদন করেন। ব্রেভিককে একটি নির্জন কারাকক্ষে ২২ থেকে ২৩ ঘণ্টা একাকী রাখা হয়েছে। এ সময় তিনি অন্যান্য বন্দির সঙ্গে দেখা করতে পারেন না। কারাগারের স্টাফদের মোটা কাচের ভেতর দিয়ে কেবল তাঁর যোগাযোগ হয়।