নরেন্দ্র মোদির শুভেচ্ছা, মমতার জয় বাংলা
বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিন শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার নরেন্দ্র মোদি তাঁর টুইটবার্তায় ও মমতা তাঁর ফেসবুকে পেজে এসব কথা জানান।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের স্থায়ী এবং গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই টুইটবার্তা তিনি বাংলা ভাষাতেই পোস্ট করেন।
ইংরেজিতে লেখা আরেক টুইটে মোদি বলেন, ‘Independence Day greetings to the people of Bangladesh, a Nation that has always been an enduring & important friend for India.'
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে বলেন, ‘আজ বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ ও ভারতের শহীদদের।’ এর পর তিনি লেখেন, ‘জয় বাংলা। জয় ভারত।’
গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে তিনি তিস্তার পানি বণ্টন চুক্তি, স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন, ছিটমহল বিনিময় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
এর পর ২ মার্চ বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামনিয়াম জয়শঙ্কর। সফরে তিনি শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদির একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানান।