বিশ্ব নাগরিকের সংখ্যা বাড়ছে : জরিপ
মানুষ এখন নিজেকে জাতীয় পরিচয়ে নয়, বরং আন্তর্জাতিক নাগরিক হিসেবে বিবেচনা করছে। আর এ সংখ্যাটা দিন দিন বাড়ছে।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই প্রবণতা বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলোয় বেশি, যেখানে মানুষ এখন বাইরের দিকে তাকিয়ে আছে এবং তারা বিশ্ব মননের অধিকারী।
জরিপ পরিচালনাকারী সংস্থা গ্লোবস্ক্যান ১৮টি দেশের ২০ হাজারের বেশি মানুষ প্রশ্ন করে এ তথ্য পেয়েছে।
তবে জার্মানিতে ২০০১ সালের তুলনায় খুব কম লোকই বলেছে তারা বিশ্ব নাগরিক হতে পছন্দ করবেন।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্ধেকের বেশি (৫৬%) মানুষ নিজেদের সবার আগে বিশ্ব নাগরিক হিসেবেই ভাবছেন, জাতীয় পরিচয়ের তুলনায়। নাইজেরিয়া (৭৩%), চীন (৭১%) ও ভারত (৬৭%) বিশেষভাবে উল্লেখযোগ্য দেশ।
এর বিপরীতে শিল্পোন্নত দেশগুলোর চিত্র একেবারেই উল্টো। সেসব দেশের নাগরিকরা জাতীয় পরিচয় দিতেই পছন্দ করেন।
বিশ্ব নাগরিকত্বের ধারণাটি সংজ্ঞায়িত করা কঠিন হলেও জরিপে অংশ নেওয়া লোকজনের কাছে বিষয়টি ছেড়ে দেওয়া হয়।