সিঙ্গাপুরের বিমানে জন্ম নিল মিয়ানমারের শিশু
সিঙ্গাপুরের বিমান সংস্থা জেট স্টারের উড়োজাহাজে মিয়ানমারের এক নারী সন্তান জন্ম দিয়েছেন। কম খরচের ওই বিমান সংস্থার নামেই তিনি সন্তানের নাম দিয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি মিয়ানমার থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে জেট স্টারের একটি বিমানে এ ঘটনা ঘটে। ওই বিমানের ক্রু এবং যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন চিকিৎসকের সহায়তায় ওই নারীর সন্তান জন্ম নেয়।
জানা গেছে, জেট স্টারের ৩কে৫৮৩ বিমানটি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। পথের মধ্যেই মিয়ানমারের এক নারী প্রসব বেদনা অনুভব করেন। পরে তাঁর সহায়তায় এগিয়ে আসেন ক্রু ও কয়েকজন যাত্রী। আর নারীর সন্তান জন্মদানের সময় বিমানটিকে আকাশেই রাখা হয়। পরে শিশুর জন্মের পর বিমানটি সিঙ্গাপুর বিমানবন্দরে নামানো হয়।
সন্তানের জন্মদানে ক্রু ও যাত্রীদের সহায়তার বিষয়টি স্মরণে রাখতেই মিয়ানমারের নারী বিমান সংস্থার নামে সন্তানের নাম রাখেন ‘স জেট স্টার’।
বিমান সংস্থা জেট স্টারের কর্মকর্তারা বলেন, শিশু জন্মের খবর বিমানে জানানো হলে যাত্রীরা আনন্দে চিৎকার করেন। আর বিমান সংস্থার ফেসবুক অ্যাকাউন্টে এদের কনিষ্ঠতম যাত্রীর বিষয়টি জানানো হয়।
বিমান সংস্থাটির এক মুখপাত্র বলেন, তাঁদের ক্রুরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকেন। আর বিমানে হঠাৎ প্রসব বেদনায় করণীয় সম্পর্কেও তাঁরা জানেন।
জানা গেছে, জন্মের সময় শিশুটির ওজন ছিল তিন কেজির মতো। মা ও শিশু উভয়েই ভালো আছেন। আর বিমান সংস্থার পক্ষ থেকে শিশুর জন্য প্রায় ৫৭ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।