প্রেসিডেন্টের বিরুদ্ধে ৭৮৩টি দুর্নীতির মামলা!
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে ৭৮৩টি দুর্নীতির অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগের সূত্র উল্লেখ করে বিবিসি জানায়, ২০০৯ সালে নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছিল। আর আজ শুক্রবার দেশটির প্রধান বিচারক অব্রে লেডওয়াবা বলেন, বেশ কিছু মামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত সপ্তাহে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক এলায়েন্স প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার কারণে আইনজীবীরা অভিযোগগুলো আবারও অনুসন্ধান করার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধান কৌঁসুলি।
এর আগে সরকারি অর্থের অপব্যবহার করে নিজ বাড়ির সংস্কারকাজের পর সে অর্থ ফেরত না দেওয়ার কারণে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল জ্যাকব জুমার বিরুদ্ধে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে তাঁর গ্রামের বাড়ি সংস্কারে ‘অবৈধভাবে লাভবান’ হওয়ার অভিযোগ আনে। তাঁর বিরুদ্ধে সরকারি কোষাগারের দুই কোটি ৩০ লাখ ডলার ব্যয়ের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।
এদিকে প্রেসিডেন্ট জুমা বরাবরের মতোই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে জুমার বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালতের এ পদক্ষেপকে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলগুলোর জয় হিসেবে দেখছেন অনেকে। এ ঘটনার পর জুমার বিরুদ্ধে এখন তাঁরা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।