তুরস্কে পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা হামলা
তুরস্কের আনাতলিয়া অঞ্চলের একটি পুলিশ স্টেশনের কাছে গাড়িবোমা হামলা হয়েছে। স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ওই অঞ্চলের গাজিয়ানতেপ শহরে পুলিশের প্রধান কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও আরো ১৩ জন আহত হয়েছে।
গাজিয়ানতেপ শহরের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পুলিশ স্টেশনের কাছে বিস্ফোরণটি ছিল ভয়াবহ। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আবার অনেক স্থানীয় জানান, বোমা হামলার পরপরই গুলির শব্দ শোনা যায়।
গাজিয়ানতেপ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, আহত ১৩ জনের মধ্যে নয়জনই স্থানীয় পুলিশ। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
কয়েক বছর ধরেই তুরস্কের বিভিন্ন শহরে কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর কোনো কোনোটির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আবার কুর্দি বিদ্রোহীরা কিছু হামলায় দায় স্বীকার করেছে।
গাজিয়ানতেপ শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই সিরিয়া সীমান্ত। এ শহরে আইএসের কয়েকটি দল কাজ করছে বলে ধারণা করা হয়।