আলেপ্পোতে সংঘাত বন্ধে জন কেরির নতুন প্রচেষ্টা
সিরিয়ার আলেপ্পোতে সংঘাত বন্ধে এবং সাময়িক যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে নতুন করে প্রচেষ্টা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ লক্ষ্যে জেনেভা অবস্থানরত কেরি সিরিয়ায় জাতিসংঘ মিশনপ্রধান স্টাফান দে মিসতুরা এবং সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করেছেন।
জন কেরি বিবিসিকে বলেন, সিরিয়ার আলেপ্পোতে সংঘাত বন্ধকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। আর এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে।
গত ১০ দিনে সিরিয়ার আলেপ্পোর সংঘাতে অন্তত ২৫০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র চাইলে রাশিয়া এর মিত্র সিরিয়ার সরকারের ওপর আলেপ্পোতে বোমাবর্ষণ বন্ধে চাপ দিক। তবে রাশিয়া ও সিরিয়া সরকার বলছে, আলেপ্পোতে থাকা জঙ্গিগোষ্ঠী নুসরা ফ্রন্টের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ফেব্রুয়ারির যুদ্ধবিরতিতে ওই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তি হয়নি।
জন কেরি বলেছেন, এখন তাঁরা রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা করছেন। তিনি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জন কেরি আরো বলেন, এখন সময় খুব গুরুত্বপূর্ণ। তাঁরা রাশিয়ার সঙ্গে সহযোগিতার আলোচনা করছেন। তাঁরা চাইছেন, রাশিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি বলেন, বর্তমানে সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে।
রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা লে. জেনারেল সের্গেই কুরালেঙ্কো দেশটির সংবাদমাধ্যমকে বলেন, আলেপ্পো শহরে যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যুদ্ধবিরতির অগ্রগতি বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।