বাসে বখাটেকে নারীদের ‘উচিত শিক্ষা’
তুরস্কের চলন্ত বাসে তরুণীকে উত্ত্যক্তকারী এক যুবককে নারীদের মারধরের ঘটনা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কোকেইলি প্রদেশের একটি গণপরিবহনে এ ঘটনা ঘটে।
ঘটনাটিকে নাটকীয় মুহূর্ত বলে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের অনলাইন ডেইলি মেইল। বাসের নিরাপত্তায় রাখা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করে সংবাদমাধ্যমটি জানায়, কোকেইলির একটি গণপরিবহনে চড়ে বসেছিল এক উত্ত্যক্তকারী।
বাসটি কিছুদূর যাওয়ার পর ওই বাসের এক নারীকে নিজের যৌনাঙ্গ দেখায় ওই উত্ত্যক্তকারী। সঙ্গে সঙ্গে ওই নারী চিৎকার করে অভিযুক্ত উত্ত্যক্তকারীকে মারতে শুরু করেন। এর কিছুক্ষণ পরেই বাসের অন্য নারীরাও এসে ওই উত্ত্যক্তকারী বেধড়ক মার ও লাথি দিতে থাকেন।
বাসের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, নারীদের মারের একপর্যায়ে ওই যুবক বাসের দেয়াল আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। কিন্তু তাতেও বন্ধ হয়নি মার; বরং এ পর্যায়ে এক নারীকে ওই যুবকের পেছনে লাথি দিতেও দেখা গেছে।
একপর্যায়ে ওই উত্ত্যক্তকারী মরিয়া হয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে রাখেন অন্য যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই বাস গিয়ে থামে নিকটস্থ বাসিসকেলে পুলিশ স্টেশনের ঠিক সামনে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবক বর্তমানে পুলিশের হেফাজতে আছে। তদন্তের জন্য ঘটনার ভিডিও পুলিশ সংগ্রহ করেছে।
তুরস্কে চলন্ত বাসে উত্ত্যক্তকারী যুবককে মারার ভিডিও ফুটেজ নিয়ে তোলপাড় পড়ে গেছে সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ওই সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হচ্ছে।