মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে আগুন, বহু ঘর পুড়ে ছাই
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে ঘরবাড়িহারা রোহিঙ্গাদের একটি শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে নারাখাম এলাকার ওই শিবিরে আগুন লেগে বহু ঘরবাড়ি পুড়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানায় টাইমস অব ইন্ডিয়া।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে ওই এলাকার কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার খুব ভোরে নারাখাম শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে যায়। পরে বেলা ৩টার দিকে শিবিরে আরেক দফা আগুন লাগে।
একপর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারণ করলে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ার দমকলকর্মীরা এসে তা নিভিয়ে ফেলেন। এ সময় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, রাখাইন রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সংঘর্ষে ঘরবাড়ি হারিয়ে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা ২০১২ সাল থেকে এই শিবিরে বাস করে আসছেন।