আরব আমিরাতে সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ
আরব বিশ্বের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ আছে। গালফ নিউজের খবরে জানা যায়, গতকাল বুধবার থেকে বহুজাতিক কোম্পানি এতিসালাতের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।
বুধবার গভীর রাতে ইন্টারনেট সেবা কিছুক্ষণের জন্য চালু করা হলেও আজ বৃহস্পতিবার সকাল থেকে তা আবার বন্ধ আছে। গালফ নিউজ জানায়, মোবাইল এবং বিভিন্নভাবে গ্রাহকরা ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে অভিযোগ করছে।
এদিকে এই বিষয়ে এতিসালাতের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, সাময়িক অনির্ধারিত সমস্যায় ইন্টারনেট সেবা নিয়ে ঝামেলা হচ্ছে। তাই সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ আছে। তবে দ্রুত এই সেবা স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ওই কর্মকর্তা আরো জানান, প্রযুক্তিগত সমস্যায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এতে ব্যক্তিগত এবং ব্যবসায়িক দুই ধরনের সেবাগ্রহিতা সমস্যায় পড়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে প্রকৌশলীরা এ বিষয়ে কাজ করছেন বলে তিনি গ্রাহকদের আশ্বস্ত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে খালিজ টাইমসের সূত্রমতে, ইউএইতে ইন্টারনেট সেবা বন্ধের পর দেশটিতে শাসক পরিবর্তনের গুজব ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে দেশের বাইরে অবস্থানরত আরব আমিরাতের অধিবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজবটি ছড়িয়ে পড়তে দেখা গেছে।