কাজ বিরক্তিকর তাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
সম্প্রতি শ্রম আইনের পরিবর্তন করায় তোপের মুখে আছে ফরাসি সরকার। অধিকাংশ বিশ্লেষকের মতে, শ্রম আইনের পরিবর্তনে শ্রমিকদের ওপর বাড়তি চাপ পড়েছে অথবা তারা চাকরি হারাচ্ছে। তবে এক ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো। কাজ বিরক্তিকর দাবি করে সাবেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ঠুকেছেন এই ফরাসি।
এনডিটিভি জানিয়েছে, ৪৪ বছর বয়স্ক ফেডেরিক দেসনার্ড আগে এক সুগন্ধী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। নিজের কাজকে প্রচণ্ড বিরক্তিকর দাবি করে এই ব্যক্তি আদালতে চার লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
ফেডেরিক দেসনার্ড বলেন, কাজের বিরক্তির জন্য তাঁর মানসিক ও স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রত্যাশিত পদোন্নতি থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। এসব কারণে ওই প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে।
ফরাসি সংবাদমাধ্যম লা মোনডেকে এক সাক্ষাৎকারে ফেডেরিক দেসনার্ড বলেন, উচ্চ পদ থেকে সরিয়ে নিয়ে চার বছর তাঁকে বিরক্তিকর কাজে রাখা হয়। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি তাঁর ওপর মানসিক চাপ তৈরি করেছিল, যেন তিনি চাকরি নিজে থেকেই ছেড়ে দেন। নিজে থেকেই চাকরি ছেড়ে দিলে তিনি অনেক অর্থ থেকে বঞ্চিত হতেন। তবে অর্থনীতির খারাপ অবস্থায় তিনি ওই চাকরিতেই অবস্থান করেছেন। প্রতিষ্ঠানের বিরূপ আচরণের মধ্যেই তিনি চার বছর কাজ করেছেন। এ সময় তিনি বছরে ৯০ হাজার মার্কিন ডলার আয় করেন।
ফেডেরিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, কোনো কিছুই না করায় তিনি লজ্জিত। ওই সময় তাঁর জন্য ছিল দুস্বপ্নের মতো। তীব্র মানসিক চাপের কারণে তিনি মৃগীরোগ, আলসার ও ঘুমের সমস্যায় পড়েন।
জানা গেছে, দুই বছর আগে এক গাড়ি দুর্ঘনায় টানা ছয় মাস ছুটি নেওয়ায় ওই ব্যক্তিকে কাজ থেকে বাদ দেয় অভিযুক্ত প্রতিষ্ঠান।