লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান
লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান। স্কটল্যান্ডে ধরাশায়ীর পর এই নির্বাচনের মধ্য দিয়ে লেবার পার্টি ফের ঘুরে দাঁড়াল।
বিবিসির শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন টোরি জ্যাক গোল্ডস্মিথ। সাদিক পেয়েছেন ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট। আর টোরি জ্যাক পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট।
সাদিক খানের এই বিজয়ের মধ্য দিয়ে লন্ডনের সিটি হলে কনজারভেটিভ পার্টির আট বছরের নিন্ত্রয়ণ শেষ হলো।
৪৫ বছর বয়সী সাদিক খান লেবার পার্টির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি কেন লিভিংস্টোন ও বরিস জনসনের পর লন্ডনের তৃতীয় মেয়র নির্বাচিত হলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের বাবা একজন বাসচালক আর মা দর্জির কাজ করেছেন। তাঁরা আট ভাইবোন। ছোটোকাল থেকেই সাদিক সংগ্রামী। তিনি যেকোনো সংকট উৎরানোর জন্য সব সময় দৃঢ় প্রতিজ্ঞ। আর এ বিষয়টি তাঁকে লন্ডনের মেয়র হতে সাহায্য করেছে।