আলেপ্পোতে যুদ্ধবিরতির মেয়াদ তিনদিন বাড়ল
সিরিয়ায় আলেপ্পোতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিনদিন বাড়ানো হয়েছে। পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসি জানিয়েছে, গত বুধবার সিরিয়ার বাশার আল আসাদ সরকার সমর্থিত দেশটির সামরিকবাহিনী দুই দিন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর আগে টানা দুই সপ্তাহের যুদ্ধে প্রায় ৩০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এদিকে গত বছরের সেপ্টেম্বর থেকে বাশার সরকারের সমর্থনে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা সিরিয়ার বিমানঘাঁটি থেকে ৩০ টি এসইউ-২৫ যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে। জানা গেছে, সিরিয়া থেকে বেশির ভাগ সামরিক যান ও সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া।
সর্বশেষ বুধবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর আলেপ্পোর জনজীবন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। শহরটির বাসিন্দা সামেহ তুতুনজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেখানে অনেক দোকানপাট খুলেছে এবং অনেক মানুষ রাস্তায় নেমেছে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সময় কোনো গোলা নিক্ষেপ বা বোমাবর্ষণের ঘটনা ঘটেনি। তবে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালে বুধবার রাতে বিদ্রোহীদের ছোঁড়া গোলায় একজন নিহত হয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ আলেপ্পোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-নুসরা ফ্রন্টের সঙ্গেও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।
পাঁচ বছর আগে সিরিয়াযুদ্ধ শুরুর আগে উত্তর-পশ্চিমাঞ্চলের অলেপ্পো অঞ্চলটি ছিল দেশটির অন্যতম শিল্পাঞ্চল এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তবে যুদ্ধ শুরুর পর এটি সংঘর্ষের অঞ্চল হয়ে দাঁড়ায়। আর গত এক বছরের যুদ্ধে আলেপ্পো শহর প্রায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক চাপে সিরিয়াজুড়ে প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ওই পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।