মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, বন প্রতিমন্ত্রী নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মালয়েশিয়ার বন প্রতিমন্ত্রী নিহত হয়েছেন। নিহত দাতু নোরিয়াহ কাসনন বনায়ন শিল্প দপ্তরের দায়িত্বে ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের বেতং থেকে কুচিং যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
সারওয়াকের পুলিশ কমিশনার দাতু সেরি মুহাম্মদ সাবতু ওসমান গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, বেতং থেকে কুচিং পর্যন্ত দূরত্ব ৩৫ থেকে ৪০ মিনিট। আরপিসি ৬৮২৮ হেলিকপ্টারটি বিকেল ৪টা ১২ মিনিটে বেতং থেকে উড্ডয়ন করে। এর ২০ মিনিট পর ৪টা ৩২ মিনিটে রাডার থেকে হেলিকপ্টারটি সরে যায়। এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি।
গতকাল শুক্রবার সকালে পাওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ হেলিকপ্টারের বলে নিশ্চিত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। হেলিকপ্টারে আরো ছিলেন প্রতিমন্ত্রী নোরিয়াহর স্বামী আসমুনি আব্দুল্লাহ, বন মন্ত্রণালয়ের সচিব দাতুক ড. সুন্দারান আন্নামালাই, কুয়ালা কাংসার সংসদ সদস্য ও মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের চেয়ারম্যান দাতুক ওয়ান মোহাম্মদ খায়রিল আনোয়ার ওয়ান আহমেদ, প্রতিমন্ত্রীর দেহরক্ষী আহমেদ সোবরি হারুন এবং হেলিকপ্টারের পাইলট। ধ্বংসাবশেষ অংশ হিসেবে পাওয়া গেছে হেলিকপ্টারের ব্লেড, বডির কিছু অংশ, একটি দরজা এবং একটি সিট।
সন্ধ্যায় সারওয়াকের আরমাফ মসজিদে নোরিয়াহর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক, উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদিসহ মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।