নিজামীর ফাঁসি নিয়ে ইউরোপের আচরণ দ্বিমুখী : তুরস্ক
মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার আবারও সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
নিজামীর ফাঁসির বিষয়ে নিশ্চুপ থেকে ইউরোপ দ্বিমুখী আচরণ করছে বলেও অভিযোগ করেন এরদোয়ান।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে ১০ মে নিজামীর ফাঁসি কার্যকর করে বাংলাদেশ। এর আগে দীর্ঘ কয়েক বছর ধরে চলা বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আপিল বিভাগে তাঁর এসব অপরাধ প্রমাণিত হয়।
গতকাল রোববার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইউরোপের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি রাজনৈতিক হত্যার বিপক্ষে অবস্থান নেন, তাহলে নিজামীর ফাঁসির বিষয়ে আপনারা চুপ থাকলেন কেন?’
এরদোয়ান বলেন, ‘আপনারা ইউরোপ থেকে কিছু শুনেছেন? না, এটাকেই বলে দ্বিমুখী আচরণ।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিজামীর ফাঁসির প্রতিবাদে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এরদোয়ানের সরকার।
যদিও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রত্যাহারের ব্যাপারে তাঁর সরকারের কাছে কোনো তথ্য নেই।
২০০২ সালে ক্ষমতায় আসার পর তুরস্কের ইসলাম ধর্মভিত্তিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) মুসলিম বিশ্বে প্রভাব-বলয় বিস্তারের চেষ্টা করছে। গত বছর মিসরের ক্ষমতাচ্যুত নেতা মোহাম্মদ মোরসিকে মৃত্যুদণ্ড দেওয়ায় নিন্দা জানান এরদোয়ান। ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি তুরস্কের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।