মালিতে ঘূর্ণিঝড়ে দুই বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার দেশ মালিতে স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। এতে আরো পাঁচ পুলিশ আহত হয়েছেন। নিহতরা হলেন মো. সামিদুল হক ও মোতাহার হোসেন।
ঘূর্ণিঝড়ের সময় ওই পুলিশ সদস্যরা মালির উপকূলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করছিলেন।