বুকার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হ্যান
বুকার পুরস্কার-২০১৬ জিতেছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হ্যান ক্যাং। কোরীয় ভাষায় লেখা ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
বিবিসি জানায়, যুক্তরাজ্য থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত কোনো মৌলিক উপন্যাসের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার দেওয়ার হয়। প্রথমে কোরীয় ভাষায় প্রকাশিত হয় হ্যান ক্যাংয়ের ‘দ্য ভেজিটেরিয়ান’। পরে বইয়ের অনুবাদ করেছেন ব্রিটিশ অনুবাদক ডেবোরা স্মিথ। তাই পুরস্কারের ৫০ হাজার পাউন্ট এ দুজনের মধ্যে ভাগাভাগি হবে।
বুকার পুরস্কার প্রদানের চলতি বছরের বিচারক প্যানেলে চেয়ারম্যান ছিলেন যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের কলাম লেখক বয়েড টোকিন। ‘দ্য ভেজিটেরিয়ান’ বই সম্পর্কে তিনি বলেন, এটি স্মরণীয় রাখার মতো জোরালো এবং মৌলিক। বইটিকে বুকার দেওয়ার ব্যাপারে সব বিচারক সম্মত হন।
এবারের বুকার পুরস্কারের প্রতিযোগিতায় থাকা অন্য লেখকরা হলেন—নোবেল বিজয়ী তুরস্কের ওরহান পামুক, ইতালির এলিনা ফেরান্তে, অ্যাঙ্গোলার ওয়ার্ডস্মিথ জোসে এদুয়ারো এগুয়ালুসা, চীনের ইয়ান লিয়াঙ্কে, অস্ট্রেলিয়ার রবার্ট সেথালার।
বিবিসি জানায়, ডেবোরা স্মিথ ২১ বছর বয়সে ইংরেজি সাহিত্যে ডিগ্রি নেন এবং কোরীয় ভাষা শেখা শুরু করেন। তিনি বলেন, দুই বছর ধরে কোরীয় শেখার পর তিনি ‘দ্য ভেজিটেরিয়ান’ অনুবাদ শুরু করেন।
কোরীয় লেখক হান ক্যাংয়ের ইংরেজি অনুবাদ হওয়া প্রথম বই ‘দ্য ভেজিটেরিয়ান’। পরে তাঁর ‘হিউম্যান অ্যাক্ট’ বইটিও অনুবাদ হয়।