অভিযোগপত্রে চার বাংলাদেশি
ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী এর তদন্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে। আজ সোমাবার আদালতে জমা দেওয়া এই অভিযোগপত্রে চার বাংলাদেশিসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
প্রায় ছয় মাস আগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় আজ কলকাতার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।
এনআইএর প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনকে (জেএমবি) সহযোগিতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের লক্ষ্যে নাশকতার প্রচেষ্টার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামিরা নাশকতার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শরিয়াভিত্তিক ইসলামিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছিল।
এনআইএ দাবি করেছে, জেএমবি পশ্চিমবঙ্গ, আসাম ও ঝাড়খন্ডে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রাথমিকভাবে এই সংগঠনটির লক্ষ্য ভারত থেকে কর্মী সংগ্রহ করা এবং এসব কর্মীদের মৌলবাদে দীক্ষা ও প্রশিক্ষিত করে তোলা।
এনআইয়ের অভিযানে কয়েকটি মাদ্রাসা ও অন্যান্য স্থানকে প্রশিক্ষণ শিবির হিসেবে ব্যবহার করা হয় বলে জানা গেছে।
এনআইএর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ঝাড়খন্ডে কমপক্ষে ১০০টি অনুসন্ধানী অভিযান চালানো হয়েছে। এ ছাড়া সাক্ষ্য নেওয়া হয়েছে আড়াইশর বেশি মানুষের।
আসামিদের বিরুদ্ধে জঙ্গিবাদসহ ষড়যন্ত্র, কর্মী সংগ্রহ, অর্থায়ন, জঙ্গিক্যাম্প চালানো, অস্ত্র ও বিস্ফোরক রাখা, জালিয়াতিসহ প্রবাসী ও পাসপোর্ট আইনে অভিযোগ আনা হয়েছে।
গত বছর ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগরাগড় এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দুজন নিহত হন।
প্রাথমিকভাবে একে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে করা হয়েছিল। পরে জানা যায়, এটি ছিল বোমা বিস্ফোরণ। আরো তদন্তে জানা যায়, যে দুজন মারা গেছেন তাঁরা বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের শিকার হয়েছেন।