ড্রোন হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন : নওয়াজ শরীফ
বেলোচিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন নওয়াজ শরীফ। তিনি বলেন, বেলোচিস্তানের দালবাদিন এলাকায় ড্রোন মামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।
নওয়াজ শরীফের বরাত দিয়ে টিভি চ্যানেলগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। তবে এঁদের মধ্যে আফগানিস্তানের তালেবানপ্রধান মোল্লাহ আখতার মনসুর আছেন কি না তা স্পষ্ট নয়।
পরে আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ড্রোন হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন।
ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো একটি বিবৃতিতে বলা হয়, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যার লক্ষ্যবস্তু ছিল মনসুর। বিষয়টি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান আবারও ঘোষণা করছে যে, ড্রোন হামলা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন।’