সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১২০
পরপর কয়েকটি গাড়িবোমা হামলায় কেঁপে উঠেছে সিরিয়ার পশ্চিমাঞ্চল। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত অঞ্চলে এই হামলায় অন্তত ১২০ জন নিহত হয়েছেন। হামলায় আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আলজাজিরার খবরে জানানো হয়, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রচার করলেও হতাহতের বিষয়টি এড়িয়ে গেছে।
একই সঙ্গে বেশ কয়েকটি গাড়িবোমা বিস্ফোরণসহ বাসস্টেশন, হাসপাতালে আত্মঘাতী হামলা চালানো হয়। উপকূলীয় শহর তারতুস ও লাটাকিয়া প্রদেশের জাবলেহ শহরে এই হামলাগুলো চালানো হয়।
আসাদ সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে এই হামলা হয়েছে বলে দাবি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের। পর্যবেক্ষণকারী এই সংস্থাটি বলছে, তারতুস অন্তত তিনটি বিস্ফোরণে কেঁপে উঠেছে। এ ছাড়া জাবলেহ শহর চারটি বিস্ফোরণ ঘটেছে।
আলজাজিরা জানায়, লাটাকিয়া শহরে সিরীয় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তীব্র হামলা সংঘটিত হলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।