যুক্তরাজ্য ইইউ ছাড়লে হুমকিতে পড়বে বিশ্ব অর্থনীতি
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে গেলে তা বিশ্ব অর্থনীতির উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। গতকাল বৃহস্পতিবার থেকে জাপানে শুরু হওয়া শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর এক বৈঠক শেষে বিশ্বনেতারা এ মন্তব্য করেন।
জি-৭ নেতাদের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাজ্য ইইউ ছেড়ে গেলে বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মক্ষেত্র হ্রাস পাবে। ইইউ থেকে আলাদা হতে যুক্তরাজ্যে গণভোট আয়োজন করা হয়েছে। আগামী ২৩ জুন অনুষ্ঠেয় এই গণভোটেই নির্ধারিত হবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না।
বিবিসি জানায়, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষেই প্রচার চালাচ্ছেন। আর সম্প্রতি করা এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের সঙ্গে থাকার পক্ষেই যুক্তরাজ্যবাসীর সমর্থন বেশি।
যুক্তরাজ্যের ইইউ ছাড়ার ঘোষণায় জি-৭ নেতাদের আশঙ্কা নতুন নয়। এর আগে জি-৭-এর অর্থমন্ত্রীদের বৈঠকেও একই রকম আশঙ্কা প্রকাশ করা হয়। তবে এখানে প্রশ্ন হলো বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ ও কর্মক্ষেত্রের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলবে?
বিশ্লেষকদের মতে, ইইউ ছেড়ে যুক্তরাজ্যে চলে গেলে সংগঠনটির ওপর বিনিয়োগকারীদের আস্থা চলে যাবে। এর ফলে পুরো ইউরোপের মানচিত্র এবং বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব পড়বে। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানই অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। তবে ব্রিটেনের ইউরোপে থাকা না-থাকার প্রশ্নের উত্তর পেতে এখনো ২৬ দিন অপেক্ষা করতে হবে।
জি-৭ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ইতালি, জার্মানি, ফ্রান্স ও জাপানের নেতারা বৈশ্বিক উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন। সংগঠনের বিবৃতিতে বলা হয়, বিশ্ব উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক স্থিতিশীলতা, সন্ত্রাসী হামলা ও জঙ্গিবাদ।