বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চেষ্টা করছি : রুশনারা আলী
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রুশনারা আলী বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চেষ্টা করছি। বাংলাদেশে বিনিয়োগ করা বড় দেশগুলোর একটি যুক্তরাজ্য। আমাদের ২৪০টি কোম্পানি বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করছে।’
গত বুধবার পশ্চিম লন্ডনের একটি হোটেলে বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় ব্রিটিশ এমপি রুশনারা আলী এসব কথা বলেন। উল্লেখ্য, রুশনারা আলী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি।
সাভারের রানা প্লাজায় ‘মর্মান্তিক দুর্ঘটনা’র কথা উল্লেখ করে এ ধরনের ঘটনা রোধে ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান রুশনারা। বাংলাদেশ তাঁর ‘হৃদয়ে’ রয়েছে উল্লেখ করে রুশনারা দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমদ ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি নবাব উদ্দিন বক্তব্য দেন। অন্যদের মধ্যে ইউকেবিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমদ, পরিচালক আনওয়ার বাবুল মিয়া, বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।