সিরিয়ায় রুশ বিমান হামলা, নিহত ২৩
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। রুশ হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন নুসরা ফ্রন্ট ও আল-কায়েদার দখলে থাকা এ শহরের অনেক সাধরণ নাগরিকও আহত হন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে একটি হাসপাতাল ও সরকারি বাগানে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ৭ শিশু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক মাসের মধ্যে এটি ভয়াবহ হামলা বলে উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংগঠনটির বরাতে বিবিসি আরো জানায়, রাতভর ওই অঞ্চলে বিভিন্ন টার্গেটে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের তথ্যমতে, হামলার দায় অস্বীকার করেছে মস্কো।