কাতারে আগুনে ১১ শ্রমিকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগুন লেগে ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির আবু সামারান এলাকায় শ্রমিকদের থাকার জায়গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে খালিজ টাইমস জানায়, গত বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি প্রকাশ হয় শুক্রবার। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সালওয়া ট্যুরিজম নামে একটি কোম্পানির শ্রমিকদের থাকার তাঁবুতে এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।