জঙ্গিবাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান ইইউর
জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় গতকাল বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়।
গত ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়ী এলাকায় ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ২৬ ফেব্রুয়ারি ব্লগার ও লেখক অভিজিৎ রায়কেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একই কায়দায় হত্যা করা হয়।
এ দুটি হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’ সংস্থাটি বলেছে, ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায়কে হত্যার মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নাগরিক ও রাজনৈতিক অধিকার-সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুযায়ী মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশও এই সনদ মেনে চলার অঙ্গীকার করেছে।
মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, ধর্ম ও বিশ্বাসের প্রতি গভীর অঙ্গীকার পুনরাবৃত্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলে, ‘সহনশীলতা ও সংলাপ গণতন্ত্রের অপরিহার্য উপাদান।’