মিয়ানমারে বিবিসি সাংবাদিকের কারাদণ্ড
পুলিশকে পেটানোর অভিযোগে মিয়ানমারে বিবিসির এক সাংবাদিককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই সাংবাদিকের আইনজীবীর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০১৫ সালের মার্চে দেশটির রাজধানী ইয়াঙ্গুনে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ পেটানোর ঘটনায় তাঁর মক্কেল নেই মায়ো লিনকে দোষী সাব্যস্ত করা হয়।
বিবিসির সাংবাদিকের আইনজীবী হুইতেন ইয়োর দাবি, অন্যায়ভাবে মায়ো লিনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে পুলিশকে আঘাত করেননি। তিনি শুধু বিক্ষোভরত ছাত্রদের পুলিশের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন।
উল্লেখ্য, মিয়ানমারে দীর্ঘ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হলো। প্রায় অর্ধশতাব্দীকাল সামরিক শাসনে থাকার পর গত বছরের নভেম্বরে অং সাং সু চির নেতৃত্বাধীন দল ক্ষমতায় এসেছে দেশটিতে।