ইস্তাম্বুলে গাড়িবোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩
তুরস্কের ইস্তাম্বুল নগরে একটি পুলিশ বহনকারী বাসে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের প্রধান পর্যটন এলাকা এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়কে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার পরপরই ইস্তাম্বুলের মেয়র ভাসিপ শাহিন দেশটির গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সাতজন পুলিশের সদস্য, বাকি চারজন বেসামরিক নাগরিক। এ ছাড়া আরো বহু হতাহত হয়েছেন।
পরে মঙ্গলবার বিকেলে এ ঘটনায় আহতদের মধ্যে দুজন মারা যান।
হাসপাতালের সূত্রে বিবিসি জানায়, ভয়াবহ এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো ৩৪ জন। তাঁদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ইস্তাম্বুলের মেয়র।
হামলার পর ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
সিএনএন তুর্ক জানিয়েছে, পুলিশের গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণ পদ্ধতির (রিমোট কন্ট্রোল) সাহায্যে বিস্ফোরক বোঝাই একটি পার্ক করা গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়।
টিভিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের কাছে সড়কে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি পোড়া গাড়ি পড়ে আছে।
চলতি বছর বেশ কয়েকটি বোমা হামলার শিকার হয়েছে তুরস্ক। এগুলোর মধ্যে ইস্তাম্বুলের পর্যটন এলাকায় চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে আইএস। এ ছাড়া রাজধানী আঙ্কারায় চালানো দুটি হামলার দায় স্বীকার করেছে কুর্দি বিদ্রোহীরা।