মিসরীয় বিমানে বোমাতঙ্ক, উজবেকিস্তানে জরুরি অবতরণ
বোমা আতঙ্কে মিসরের একটি যাত্রীবাহী বিমানকে উজবেকিস্তানে জরুরি অবতরণ করানো হয়েছে। অবতরণের পরপরই বিমানটির ১১৮ যাত্রী এবং ১৭ ক্রুকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় আজ বুধবার ইজিপ্টএয়ারের এয়ারবাস এ৩৩০ বিমানটি কায়রো থেকে বেইজিং যাচ্ছিল। এই সময় বিমানে বোমা থাকার হুমকি পাওয়া যায়। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে উজবেকিস্তানের পূর্বাঞ্চলের উরগেনচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।
ইজিপ্টএয়ারের পক্ষ থেকে জানানো হয়, ১১৮ যাত্রী এবং ক্রুর সবাই নিরাপদ আছেন। স্থানীয় কর্তৃপক্ষ বিমানটির মধ্যে তল্লাশি চালিয়েছে, তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
বোমার হুমকি বিষয়ে ইজিপ্টএয়ারের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে মিসরের সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে বলেন, কায়রো বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বেইজিংগামী ফ্লাইটে বোমা থাকার হুমকি দেন। কোনো বোমা না পাওয়ার পর কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেন।
গত মাসে ৬৬ জন যাত্রী নিয়ে প্যারিস থেকে কায়রোগামী ইজিপ্টএয়ারের একটি বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্তের কারণ এখনো অজানা। আর ওই বিমান দুর্ঘটনার পর থেকে কয়েকবার ইজিপ্টএয়ারে ফোন করে বোমা আছে বলে হুমকি দেওয়া হয়েছে। তবে কোনোবারই বিস্ফোরক পাওয়া যায়নি।