লিবিয়া থেকে পিছু হটছে আইএস
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে লিবিয়ার সিরত শহর উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দেশের বিমান, নৌ এবং পদাতিক বাহিনী। ত্রিপোলি সরকারের মিত্র এই বাহিনীগুলো দাবি করেছে, তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
মিত্রবাহিনীর কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, সিরত শহরে আইএসের অবস্থান লক্ষ্য করে যৌথ বাহিনীর বিমানগুলো হামলা চালাচ্ছে। এ ছাড়া সাগর থেকে নৌবাহিনী আইএসের দখলে থাকা গুরুত্বপূর্ণ এলাকাসহ সমুদ্রবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
গত মাস থেকে সিরত শহর উদ্ধারে অভিযান শুরু হলেও সম্প্রতি এর তীব্রতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উল্লেখ্য, গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ায় এখনো অঞ্চলভিত্তিক বিভক্ত সরকারের অধীনে আছে। এর মধ্যে দেশটির পূর্ব এবং পশ্চিমাঞ্চল এখনো দুটি আঞ্চলিক প্রশাসনের মাধ্যমে শাসিত হচ্ছে। দুটি প্রশাসনেরই দাবি, তারা নিজেদের সৈন্যবাহিনী দিয়ে দখলে থাকা অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তবে ত্রিপোলিভিত্তিক সরকারকে জাতিসংঘ শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে।
বিবিসি জানায়, ইরাক ও সিরিয়ার বাইরে লিবিয়ার সিরতই আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। তেলসমৃদ্ধ লিবিয়ার এ শহরটি আইএসের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।